জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় নেত্রকোণার সিটিজেন চার্টার:
নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে মহিলা বিষয়ক অধিদপ্তর মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG)এবং দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) এর আলোকে নারী উন্নয়নে বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। মহিলা বিষয়ক অধিদপ্তর হতে প্রদেয় বিভিন্ন সেবা ও কর্মসূচি সমূহ নিম্নরুপ:
ক্রঃ নং | সেবার নাম | সেবা প্রদান পদ্ধতি | প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান | সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি | সেবা প্রদানের সময়সীমা | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল) |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
১ | দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচি | *ভিজিডি কর্মসূচির আওতায় প্রতি ২(দুই) বৎসর বা ২৪ সাম মেয়াদী ভিজিডি চক্রে দেশের সকল উপজেলায় নির্বাচিত অতিদরিদ্র মহিলাদেরকে খাদ্য সহায়য়তার পাশাপাশি নির্বাচিত এনজিও’র মাধ্যমে জীবনদক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং টেকসই আয়বর্ধক কর্মকান্ডের প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়। | *সংশ্লিষ্টউপজেলামহিলাকর্মকর্তারকার্যালয়মহিলাবিষয়কঅধিদপ্তর, সদরকার্যালয়, ঢাকা। | *উপকার ভোগী মহিলা বাছঅই/নির্বাচনের প্রাথমিক তালিকার ‘ছক’ এবং তালিকার চুড়ান্ত ‘ছক’ বিনামূল্যে প্রদান করা। | *২৪ মাস | · জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নেত্রকোণা। ফোন: 095161630 মোবাইল: 01982919663 E-mail-ferdoushi.begum.121@gmail.com · প্রোগ্রাম অফিসার : 01720029809 |
২ | দরিদ্র মা’র জন্য মাতৃত্ব কালীন ভাতা প্রদান কর্মসূচী
| *নেত্রকোণা জেলার ১০টি উপজেলাধীন ৮৬টি ইউনিয়ন পর্যায়ে চলমান
*নির্বাচিত ভাতাভোগীকে মাসিক জন প্রতি ৫০০.০০ (পাঁচশত) টাকা হারে ভাতা ভোগীকে নিজস্ব ব্যয় হিসাবে ৬ মাস পর পর মোট ২৪ মাসের অর্থ প্রদান করা হয়। | *আবেদন ফরম নীতিমালা ও অন্যান্য তথ্যাবলী মহিলা বিষয়ক অধিদপ্তরের সদর কার্যালয় ঢাকা, জেলা মহিলা বিষয়ক কার্যালয় নেত্রকোণায় পাওয়া যাবে। ডাটাবেইজ সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত। | *বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ভাতাভোগীদের মাঝে ভাতার অর্থ প্রেরণের লক্ষ্যে জেলা/উপজেলা কর্মকর্তার যৌথ স্বাক্ষরে পরিচালিত হিসাবে ভাতার অর্থ ব্যাংকের মাধ্যমে জেলা উপজেলার ব্যাংক একাউন্টে প্রেরণ করা হয়। *যে কোন তফসিলি ব্যাংকে নির্বাচিত ভাতাভোগীদের নামে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ১০.০০ টাকার একাউন্ট খোলার মাধ্যমে ভাতাভোগীর নিজস্ব একাউন্টের মাধ্যমে ভাতার অর্থ বিতরণ করা হয়। | * নির্বাচিত উপকারভোগী প্রতিজন ১ম অথবা ২য় ধর্ভধারণ কালের যে কোন একবার মোট ২ বৎসর মেয়াদের জন্য ভাতা ও প্রশিক্ষণ সেবা পাবে। | *রহিমা খাতুন, প্রোগ্রাম অফিসার ফোন: ০৯৫১৬১৬৩০ মোবাইল: ০১৭২০০২৯৮০৯ ও সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। |
৩ | শহরাঞ্চলে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি
| *সরকার নির্ধারিত হারে ভাতার অর্থ প্রদান, *ভাতা প্রদানের পাশাপাশি চুক্তিবদ্ধ এনজিওদের সহায়তায় উপকার ভোগীদের গর্ভ কালীন, প্রসবপূর্ব, পরবর্তী যত্ন, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি, দুগ্ধপান, জন্মনিবন্ধন, স্বাস্থ্য কেন্দ্র পরিচিতি, টিকা ইত্যাদি। সম্পর্কিত সচেতনতামূলক প্রশিক্ষন প্রদান। *ল্যাকটেটিং মাদার ভাউচার স্কীম এবং কমিউনিটি নিউট্রিশন প্রকল্পের সুবিধা প্রাপ্তিতে ভাতাভোগীকে সহযোগীতা করা।
| *আবেদন ফরম ও তালিকার নমূনা ছক, ভাতার হার অনুযায়ী বরাদ্দকৃত অর্থের তথ্য ও নির্বাচিত এনজিওদের তালিকা সদর কার্যালয় ঢাকা থেকে প্রাপ্ত ও জেলা কার্যালয়ে সংরক্ষিত আছে। *উপকার ভোগীদের ছবি, আবেদনপত্র ও উপকার ভোগীদের প্রণিত তালিকার ডাটাবেজ জেলা/সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত। *২০১৫-২০১৬ অর্থ বছরে ১০৫০ জন উপকারভোগীকে প্রতিমাসে জন প্রতি ৫০০.০০ টাকা হারে ভাতা বিতরন করা হবে। *জেলা সদর পৌরসভা ও নেত্রকোণা জেলার মোহনগঞ্জ পৌর সভায় কার্যক্রম চলমান *পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ের সকল পৌরসভায় এ কর্মসূচি সম্প্রসারিত করা হবে। | *সরকারি বাজেটে কার্ড সংখ্যার বরাদ্দ প্রাপ্তির পর উপকারভোগী নির্বাচন শুরু করা হয়। *জেলা ল্যাকটেটিং মাদার নির্বাচন কমিটি কর্তৃক তালিকা চুড়ান্ত করা হয়। *চুড়ান্ত তালিকা ভ্ক্তু উপকার ভোগীগণ অগ্রণী ব্যাংক লিঃ নেত্রকোণা এর শাখা হতে ভাতা ভোগীদের স্ব স্ব নামে ১০ টাকার বিনিময়ে হিসাব খুলতে হয়।
| *নীতি মালার আলোকে উপকার ভোগী হওয়ার যোগ্য নির্বাচিত প্রতিজন মহিলা জীবনে একবার ২ বছর মেয়াদের জন্য সরকার নির্বাচিত হারে সেবামূল্য ও প্রশিক্ষণ সেবা পাবে। *২বছর মেয়দী এ সেবাটি দেয়ার জন্য জুলাই মাসে সরকারি বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়। নিধারিত আবেদন ফরমে ছবি মাতৃত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র সহ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বরাবরে আবেদন করতে হয়। যাচাই বাছাই পর ১ মাসের মধ্যে তালিকা চূড়ান্ত করা হয়। বছরে ২দফায় ভাতা বিতরন করা হয়। | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নেত্রকোণা। ফোন: ০৯৫১৬১৬৩০ মোবাইল: ০১৯৮২৯১৯৬৬৩ |
৪ | মহিলাদের আত্ম কর্ম সংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম | *বর্তমান নীতিমালা অনুযায়ী বরাদ্দ সাপেক্ষে জেলা/উপজেলায় ঋণ বিতরণ করা হয়। তাছারাও ঘূর্ণায়মান তহবিল হিসেবে প্রাপ্ত অর্থ আদায় সাপেক্ষে ঋণ বিতরণ করা হয়। *নেত্রকোণা জেলার আওতাধীন ১০ উপজেলায় মহিলা বিষয়ক কর্মতার কার্যালয় হতে নির্ধারিত ফরম পূরণ পূর্বক উপকারভোগী নির্বাচন করে জন প্রতি ৫০০০ টাকা হতে সর্বোচ্চ ১৫০০০ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হয়। | *১ .আবেদন ফরম ২. জন্ম সনদ ৩. ৩ কপি পাসপোর্ট সাইছ ছবি ৪. ওয়ার্ড কমিশনার কর্তৃক স্থায়ী নাগরিকত্বের সার্টিফিকেট ৫. নন জুডিশিয়াল স্ট্যাম্প *প্রাপ্তি স্থান: জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। | *আবেদন ফরম বিনামূল্যে বিতরণ করা হয়। *৩ কপি ছবি *স্ট্যাম্প ৩০০ টাকার সমমান মূল্যের ছবি ও *স্ট্যাম্পের মূল্য উপকারভোগী কর্তৃক পরিশোধিত। | প্রতি অর্থ বছরে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে জেলা/উপজেলায় সুবিধাজনক সময়ের মধ্যে সর্বোচ্চ ১থেকে ৩মাসের মধ্যে ঋণ আদায় সাপেক্ষে বিতরণ করতে হবে। (বন্যা/প্রাকৃতিক দূর্যোগ কারণে ঋণ বিতরণ বিলম্ব হতে পারে)
| *নেত্রকোণা জেলার আওতাধীন ১০ উপজেলার জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণ। |
৫ | বৃত্তি মূলক প্রশিক্ষণ কার্যক্রম
| *নির্বাচিত প্রশিক্ষণার্থীদের ৫টি ট্রেড ভিত্তিক ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান *৫টি ট্রেড হলো ১. দর্জি বিজ্ঞান ও হস্ত এমব্রয়ডারি, ২. বিউটি ফিকেশন, ৩. খাদ্য প্রক্রিয়া জাত করণ, ৪. মাশরুম চাষ ও ঠোঙ্গা তৈরী, ৫. শো-পিস ও মোমবাতি তৈরী।
| *আবেদনের জন্য নির্ধারিত ফরম জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে বিনা মূল্যে সরবরাহ করা হয়। | *জনপ্রতি ২০ টাকা দৈনিক প্রতি কর্মদিবসে পাবে *অর্থ প্রাপ্তির সাপেক্ষে বিলের মাধ্যমে উত্তোলিত টাকা অর্থ প্রার্থীর স্বাক্ষরের মাধ্যমে পরিশোধ করা হয়। *প্রশিক্ষণ কার্যক্রম বিনা মূল্যে পরিচালিত হয়। | *৩ মাস মেয়াদী প্রশিক্ষণ | *জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা/প্রোগ্রাম অফিসার
|
৬ | নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির কার্যক্রম | *প্রাপ্ত অভিযোগের শুনানী গ্রহন, নিষ্পত্তি করণ, আইনগত সহায়তা প্রদানের নিমিত্তে জেলা আইনগত সহায়তা কমিটিতে প্রেরণ।
| *জেলা /সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। | *বিনা মূল্যে আইনগত সহায়তা প্রদান করা হয়। | *চলমান | *জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা/ প্রোগ্রাম অফিসার * প্রোগ্রাম অফিসার, ওয়ান-স্টপ ক্রাইসিস সেল,(ওসিসি) নেত্রকোণা। |
৭ | স্বেচ্ছাসেবী মহিলা সংঘঠন নিবন্ধন | *গঠনতন্ত্র অনুযায়ী সরকারী বিধি বিধান পালন সাপেক্ষে পরিদর্শনের মাধ্যমে রেজিষ্ট্রেশন প্রদান | *জেলা /সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
| *রেজি ফি বাবদ সরকারী কোষাগারে ২০০০ টাকা ট্রেজারী চালাম জমা দিতে হয়। *প্রতিবছর নবায়ন ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হয়। | *কাগজ পত্র জমাদেওয়ার ১ মাসের মধ্যে রেজিষ্ট্রেশন প্রদান করা হয়।
| *জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা/ প্রেগ্রাম অফিসার
|
৮ | বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ কর্তৃক অনুদান প্রাপ্ত বিতরণ | *রেজিষ্ট্রেশন প্রাপ্ত সংঘটন সমূহে (নীতিমালা অনুযায়ী) প্রাপ্ত আবেদনের প্রেক্ষিতে জেলা /উপজেলা কমিটির মাধ্যমে আবেদন পত্র সদর কার্যক্রমে প্রেরন। | *জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় বিনা মূল্যে আবেদন পত্র সরবরাহ করা হয়। | *মঞ্জুরী প্রাপ্ত অনুদান সমিতিকে ক্রম চেকের মাধ্যমে বিতরণ করা হয়। | *বৎসরে ১ বার | *জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
৯ | সচেতনতা বৃদ্ধি ও জেন্ডার সমতা মূলক কার্যক্রম ও বিভিন্ন দিবস পালন কর্মকর্তা/সকল উপজেলা কর্মকর্তা।
| *বিভিন্ন অনুষ্ঠানে উঠান বৈঠক এবং সভা সেমিনার ও কর্মশালার মাধ্যমে *আন্তর্জাতিক নারী দিবস। *মা দিবস *কন্যা দিবস *বেগম রোকেয়া দিবস ইত্যাদি। | জেলা মহিলা বিষয়ক/সকল উপজেলা কর্মকর্তা | *সদর কার্যালয়ে নির্দেশনা ও জেলা কার্যালয়ে রুটিন কার্যক্রম | · সারা বছর চলমান। | · জেলা মহিলা বিষয়ক/সকল উপজেলা কর্মকর্তা |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS