মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কৌশলের আওতায় ২০২৫-২৬ চক্রের ভি ডাব্লিউ বি ( ভালনারেবল উইমেন বেনিফিট) এর অনলাইন আবেদন শুরু হয়েছে---_@@
### অনলাইন আবেদন এর সময়: ০৫ মে/২০২৫ থেকে পরবর্তী নির্দেশনা অনুযায়ী
*** অনলাইনে VWB আবেদনকারীর শর্তাবলী:-
১। বয়স: ২০-৫০ বছর
২। NID বাধ্যতামূলক
৩। নিজস্ব মোবাইল নাম্বার
৪। ভূমিহীন অথবা ১৫ শতাংশের কম ভূমি আছে এমন নারীরা অগ্রাধিকার পাবে।
৫। অস্বচ্ছল,অসহায়,বিধবা, তালাকপ্রাপ্তা ও স্বামী পরিত্যাক্তা নারী এবং পরিবারে প্রতিবন্ধী সদস্য আছে এমন নারী অগ্রাধিকার পাবে।
৬। পরিবারে ১৫-১৮ বছর বয়সী স্কুল- কলেজগামী কন্যা সন্তান রয়েছে এমন নারী অগ্রাধিকার পাবে।
৭। ২১-২২ ও ২৩-২৪ চক্রের উপকারভোগীরা আবেদন করতে পারবে না।
৮। নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। কারণ ওটিপি এর মাধ্যমে আবেদন নিশ্চিত করা হবে।
৯। ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, তথ্য আপা বা যেকোন কম্পিউটারের দোকান থেকে বা নিজ মোবাইল দিয়ে অনলাইনে আবেদন করা যাবে।
১০। একজন আবেদনকারী একাধিক সরকারি সাহায্য পাবেন না। তিনি বা তার পরিবার যে কোন একটি সুযোগ পাবেন। অন্য কোন সরকারি দপ্তর থেকে ভাতা পাচ্ছেন এমন কেউ বা তার পরিবারের সদস্য আবেদন করতে পারবে না।
১১। অনলাইনে আবেদন করার সময়সীমা ০৫/০৫/২০২৫ থেকে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ।
বিস্তারিত জানার জন্য ইউনিয়ন পরিষদে বা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় নেত্রকোনা সদর অথবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।
বি. দ্র. : নির্বাচিত উপকারভোগীগণ বিনামূল্যে এবং বিনা শর্তে ভিডাব্লিউবি কার্ড পাবেন। উক্ত কার্ডধারী উপকারভোগীগণ দুইবছর প্রতি মাসে ৩০ কেজি করে চাউল খাদ্য সহায়তা পাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস